শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

মাটিতেই ফলে সোনালি ফসল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাকিবুল ইসলাম কাসেমী

গতকাল বিকেল থেকে আমার ছোট বাচ্চাটির স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না ৷ আজ বিকেলে অফিস থেকে বাসায় ফিরেই ক্লিনিকে যাওয়ার সিদ্ধান্ত নেই ৷ শরীলে অনেক ক্লান্তি ছিল, কিন্তু বাচ্চার জন্য কষ্টটাও যে সুখ হয়ে যায়!

তাকে নিয়ে ক্লিনিকে গেলাম ৷ দেখি, ওয়েটিং এর দীর্ঘ লাইন ! হয়ত একঘন্টারও অধিক সময় লাগবে ৷ এসব ভেবে ডাক্তারের সিরিয়াল নাম্বার নিয়ে ভিতরে প্রবেশ করলাম ৷ ওয়েটিং রুমে উপবিষ্টদের দিকে লক্ষ্য করলাম! নানারকম অনেক মানুষ দেখা যাচ্ছে! তাদের মধ্যে ছোট আছে, বড় আছে ৷ সকলের মধ্যেই নিরবতা ঝেঁকে বসে আছে! কিছু ছোট ছোট ঘোষণাপত্র আছে, অনেকে এগুলোতেই মজে আছে!

তারপর আমি অন্যান্য উপস্থিতির দিকে তাকালাম, কিছু লোক চোখ বন্ধ করে আছে, জানিনা কি নিয়ে ভাবছে! কিছু লোক সবাইকে খুব ভালো করে দেখছে! অনেকের চেহারাতেই অপেক্ষার কারণে উৎকণ্ঠা ও বিরক্তির ভাব ফুটে উঠেছে! দীর্ঘ অপেক্ষা স্বস্তিকে শেষ করে দিয়েছে!

ঘোষক কারো নাম্বার ঘোষণা করলে তার চেহারাতেই আনন্দের ঝিলিক দেখা যায় ৷ সে দ্রুতপদে হেঁটে যায় ৷ আবারো পরিবেশে মৌনতা বিরাজ করে!

হঠাৎ আমার দৃষ্টি পড়লো, উঠতি বয়সের এক তরুণের উপর ৷ আশপাশের কোনো বিষয়ের প্রতি তার মনোযোগ নেই ৷ তার হাতে একটি পকেট কুরআন আছে, সে তা পড়ছে ৷ কোথাও তাকাচ্ছে না! তাকে প্রথম দেখে বিষয়টা নিয়ে তেমন কিছু ভাবি নি! কিন্তু যখন আমার একঘন্টার অধিক সময় অলস অপেক্ষায় কেটে গেল, তখন তরুণটির সময়ের চমৎকার ব্যবহার ও পরিকল্পিত জীবনশৈলী নিয়ে এক গভীর ভাবনা আমাকে তাড়া করতে লাগলো!

...জীবনের পুরো একটি ঘন্টা! এটা দিয়ে আমি কী উপকৃত হলাম ! কোনো কাজহীন অযথাই বসে রইলাম! বরং বিরক্তিকর এক অপেক্ষায় সময় কাটালাম!

ইতিমধ্যে মুআজ্জিন মাগরীবের আযান দিলেন ৷ ক্লিনিকের নামাজঘরে নামাজ পড়তে গেলাম ৷ সেই কুরআনপ্রেমী তরুণটির কাছাকাছি থাকার চেষ্টা করলাম ৷ নামাজ শেষে তার সাথে চলতে চলতে তার সময়ের চমৎকার ব্যবহারের ব্যাপারে আমার মুগ্ধতার কথা জানালাম ৷

সে গুরুত্বের সাথে বলছিল, জীবনের অনেক সময় আমাদের এমন কেটে যায়,যাতে কোনো কাজই করি না ৷ অথচ এই রাত দিনগুলো আমাদের জীবনের অংশ ৷ তথাপি আমরা একটু চিন্তাগ্রস্ত বা লজ্জিতও হই না!

একুুশে বইমেলার সেরা কয়েকটি বই কিনুন ঘরে বসে

নির্বাসন- সাদাত হোসাইন
আল মাহমুদ রচনাবলি
ভ্যারাইটিজ স্টোর- রোকন রাইয়ান
প্যারাডক্সিক্যাল সাজিদ ২ – আরিফ আজাদ

সে আরও জানালো, সময়ের সঠিক ব্যবহারের ব্যাপারে তার এক বন্ধুর উৎসাহমূলক আলোচনা শুনে সে এক বৎসর ধরে এই কুরআন শরীফটি সংগ্রহ করেছে ৷ এবং এ সময়ে সে ঘর ও মসজিদের তুলনায় কাজহীন অলস সময়গুলোতে বহুগুণ বেশী কুরআন তেলাওয়াত করতে পেরেছে ৷ তেলাওয়াত নেকী ও প্রতিদান ছাড়াও সব ক্লান্তি অবসাদকেও দূর করে দিচ্ছে ৷

তারপর সে আবারও আমাকে বলে, এই যে আপনি এখানে দেড় ঘন্টারও অধিক সময় ধরে অপেক্ষা করছেন! কুরআন তেলাওয়াতের জন্য এমন দেড় ঘন্টা সময় আপনি কোথায় পাবেন?

ভাবছিলাম, হায়! কত সময় অযথাই নষ্ট করেছি! জীবনের কত গুরূত্বপূর্ণ প্রহর হিসাব ছাড়াই কাটিয়ে দিয়েছি! বরং কত মাস কুরআন তেলাওয়াত ছাড়াই পার করেছি! ভাবতে ভাবতে দেখলাম কত সময় আজ আমার হাত ছাড়া! আর কিসের অপেক্ষা করব?

ঘোষকের ডাকে আমার ভাবনার ঘোর কাটলো! ডাক্তারের কাছে গেলাম ৷ ক্লিনিক থেকে বের হয়েই দ্রুত লাইব্রেরীতে গেলাম ৷ ছোট একটি কুরআন শরীফ কিনে নিলাম ৷ এখন থেকে আর সময় নষ্ট না করার প্রতিজ্ঞা করলাম ৷

কুরআন শরীফটি পকেটে রাখতে রাখতে ভাবলাম, কত মানুষ জানি এভাবে আমল শুরু করেছে! আমলে উৎসাহদানকারী ভাইটিও জানি কত মহান প্রতিদান অর্জন করে নিয়েছে!!

amanisya.yoo7.com আরবী পেজ থেকে অনুদিত!

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ