সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ইসলামি সেবার প্ল্যাটফর্ম ‘নাজাত’ আনলো বাংলালিংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রয়োজনীয় ইসলামি কনটেন্ট ও নানা ফিচারের প্লাটফর্ম ‘নাজাত’ চালু করেছে দেশের অন্যতম টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।

সম্প্রতি চালু করা এ প্ল্যাটফর্মে বিশ্ব এজতেমার লাইভ স্ট্রিমিংসহ নামাজের সময়সূচি, মসজিদের অবস্থান, ইসলামি ক্যালেন্ডার, জাকাত ক্যালকুলেটরের মতো নানা সেবা মিলবে। এ ছাড়া নাজাত ডটকম ডটবিডি থেকেও প্রয়োজনীয় কনটেন্ট পাওয়া যাবে। পাশাপাশি এই সার্ভিসের ব্যবহারকারীরা পাবেন ধর্মীয় পরামর্শের জন্য ইসলামী সওয়াল জবাবের সুবিধা।

‘প্লে স্টোর’ ও ‘অ্যাপ স্টোরে পাওয়া যাবে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অনুমোদিত এই প্ল্যাটফর্মে। আইভিআর-এর মাধ্যমে সার্ভিসটি পেতে বাংলালিংক গ্রাহকদের ২৮১৫৫ ডায়াল করতে হবে। এ সেবার জন্য বাংলালিংককে কারিগরি সহায়তা দিচ্ছে লাইভ মিডিয়া লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

এ বিষয়ে বাংলালিংক-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই ইসলামি সার্ভিসটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি ব্যবহারকারীদেরকে নির্ভরযোগ্য ইসলাম বিষয়ক কনটেন্ট ও প্রয়োজনীয় ফিচারের মাধ্যমেজ্ঞান অর্জনের সুবিধা দিয়ে পরিপূর্ণ ধর্মীয় অভিজ্ঞতা পেতে সাহায্য করবে।’

লাইভ মিডিয়া লিমিটেডের ডিরেক্টর মো. তামজীদ অতুল বলেন, ‘ব্যবহারকারীদের ইসলাম শিক্ষার নির্ভরযোগ্য একটি মাধ্যম প্রদানের উদ্দেশে আমরা বাংলালিংক-এর কারিগরি সহায়ক হিসেবে কাজ করছি।’

কেপি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ