মুজাহিদুল ইসলাম: খুলনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলূমে ৮ ও ৯ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এরই মধ্যে মাহফিলের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন হয়েছে। মাহফিলে দেশ-বিদেশের খ্যাতিমান ওলামায়ে কেরাম, বুযুর্গানে দীন ও ইসলামী চিন্তাবিদগণ বয়ান পেশ করবেন।
প্রতিবছর দারুল উলুমের মাহফিলে ওলামায়ে কেরামের বয়ান ও নসিহত শোনার জন্য খুলনার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দ্বীনদরদি মুসলমানগণ আগমন করেন।
মাহফিলের দ্বিতীয় দিন ৯ ফেব্রুয়ারি শনিবার বাদ ফজর থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
মাহফিলের দ্বিতীয় দিন শনিবার দাওরায়ে হাদিস, হিফজ সমাপ্তকারী উত্তীর্ণ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি ও সনদ প্রদান করা হবে।
দারুল উলূমের মুহতামিম হাফেজ মুশতাক আহমাদ সর্বশ্রেণির দীনদার মুসলিমকে মাহফিলের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।
আরআর