সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আলেমদের জন্য উস্তায ও শায়খের সাথে সম্পর্ক রাখা জরুরি: মাওলানা মুহাম্মদ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিংশ শতাব্দীর প্রখ্যাত ইসলামী দার্শনিক ও বুযুর্গ শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর বিশিষ্ট খলীফা ও মাদরাসা দারুর রাশাদ মিরপুর, ঢাকা'র প্রিন্সিপাল শায়খ মাওলানা মুহাম্মদ সালমান নবীন আলেমদের উদ্দেশ্যে বলেছেন, দীনের কাজে বরকতের জন্য আল্লাহওয়ালা উস্তায ও শায়খের সাথে সম্পর্ক রাখা জরুরি। উস্তায ও শায়খের সঙ্গে সম্পর্ক না রেখে কিছুই করা সম্ভব নয়। যদি কিছু করতেই হয় তাহলে উস্তাযের সামনে মাথা নত করে আত্মসমর্পণ করুন।

বৃহস্পতিবার বাদ মাগরিব ঢাকার বিরুলিয়ায় ‘খানকায়ে আলী মিয়া নদভী’-তে অনুষ্ঠিত মাসিক ইসলাহী মাহফিলে উপস্থিত আলেম ও তালিবে ইলমদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যদি আপনারা চান শুধু কিতাব পড়েই ইলম হাসিল করে নেবেন তাহলে তা কখনই হবার নয়। এমন হলে অক্সফোর্ড ও ক্যামব্রিজের শিক্ষার্থীরা আপনাদের চেয়ে বড় হতো। তাদের মাঝেও মুহাদ্দিস, মুফাসসির ও ফকীহ রয়েছে। তাই উস্তাযের চেতনাবোধ ও উপলব্ধিকে গভীরভাবে অধ্যায়ন করুন এবং উস্তায ও শায়খের সাথে নিজেকে বেঁধে দিন।

বিশেষ অতিথির বক্তব্যে শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ সেন্টার, বিরুলিয়া'র নির্বাহী পরিচালক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, বর্তমান যুগে ইসলামী রেনেসাঁ ও পুনর্জাগরণের জন্য ‘তাফাক্কুহ ফিদ-দ্বীন’-এর পাশাপাশি সমকালীন জ্ঞান-বিজ্ঞানে বুৎপত্তি অর্জন করা জরুরি। কারণ ইসলামী জ্ঞানের পাশাপাশি সমকালীন জ্ঞান-বিজ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করা ছাড়া ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা সম্ভব নয়। তাই কওমী আলেমদের এ ময়দানে এগিয়ে আসতে হবে এবং আধুনিক সমাজের নেতৃত্ব গ্রহনের প্রস্তুতি নিতে হবে।

এ লক্ষ্যে তিনি 'সাইয়েদ আবুল হাসান আলী নদভী ইসলামী বিশ্ববিদ্যালয়' নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান। যাতে কওমী শিক্ষার্থীরা নিজেদের স্বকীয়তা বজায় রেখে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন।

শায়খ মুহাম্মদ সালমানকে আহবায়ক এবং মাওলানা শহীদুল ইসলাম ফারুকীকে সদস্যসচিব করে একটি আহবায়ক কমিটিও গঠন করা হয় এবং উপস্থিত শ্রোতাদের কাছ থেকে ‘বিসমিল্লাহ ফান্ড’ কালেকশন করা হয়।

ইসলাহী মাহফিলে বিপুল পরিমাণ নবীন উলামায়ে কিরাম ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শায়খ মাওলানা মুহাম্মদ সালমান তাঁর পীর ও মুরশিদ শায়খ আবুল হাসান আলী নদভী রহ. এর নামে ঢাকার বিরুলিয়ায় 'খানকায়ে আলী মিয়া নদভী' নামে একটি খানকা প্রতিষ্ঠা করেছেন। প্রতি মাসের প্রথম বৃহস্পতিবার বাগ মাগরিব সেখানে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ