আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ হবে। অনার্স, মাস্টার্সের পাশাপাশি নিয়মিত এমফিলের শিক্ষার্থীরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয়, সান্ধ্যকালীনসহ বিভিন্ন কোর্সে যারা অধ্যয়নরত তারা ভোটার ও প্রার্থী হতে পারবেন না। প্রত্যেকে হলে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। সিন্ডিকেট সভায় ডাকসুর গঠণতন্ত্র, আচরণবিধি প্রণয়ন, ভোটার তালিকার বিষয়ে বিভিন্ন অভিমত দিয়েছেন সংগঠনের নেতারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ। এ লক্ষ্যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কয়েক দফায় আলোচনা সভা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
-এটি