আওয়ার ইসলাম: হাড় কাঁপানো শীতে পথের ধারে ছুটছে একটি শিশু। আর তা দেখে বাস থামিয়ে শিশুটিকে তুলে নেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মিল্বাউকি-র এক চালক। এরপর শিশুটিকে পুলিশের হাতে তুলে দেন সযত্নে।
বাস চালাতে চালাতেই ওই চালক লক্ষ্য করেন, একটি শিশু হাইওয়ের পাশ দিয়ে একা দৌড়ে যাচ্ছে। মিল্বাউকি শহরের ট্রান্সিট সিস্টেম এই ঘটনার ভিডিওটি শেয়ার করেছে। শেয়ার করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, হিমাঙ্কের নীচে নেমে যাওয়া তাপমাত্রায় শিশুটি একটি মাত্র পাতলা পোশাক পরে আছে। বাস চালক এরিনা ইভিক বাস থামিয়ে নেমে গিয়ে শিশুটিকে আটকাচ্ছেন। তাকে কোলে তুলে নিচ্ছেন। এতপর কোলে করে তাকে বাসে তুলে নিয়ে আসছেন। একজন যাত্রী তার কোটটি খুলে দেন শিশুটিকে। ইভিক শিশুটিকে কোলে নিয়ে বাসে বসেন। আর শিশুটি ইভিকের কোলেই ঘুমিয়ে পড়ে।
যতক্ষণ না পুলিশ এসেছে ততক্ষণ পর্যন্ত ইভিক শিশুটিকে কোলেই রেখেছিলেন। পুলিশ জানিয়েছে, শিশুটির মা তাকে বাইরে রেখেছিল। যাহোক, শেষপর্যন্ত শিশুটি তার বাবার কাছে ফিরে যায়।
শিশুটিকে তার বাবার কাছে তাকে ফিরিয়ে দিতে পেরে খুশি ইভিক। তিনি বলেন, শিশুটি যে অক্ষত অবস্থায় আছে এটাই অনেক।
কেপি