আওয়ার ইসলাম: প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বরেছেন, এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সন্তানকে কিন্ডারগার্টেন স্কুলে পড়াতে পারবেন না।
মঙ্গলবার সচিবালয়ে ভিডিও কনফারেন্সে ঢাকা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, শিক্ষকদের পেনশন পেতে অনেক সমস্যা হয়, তা দূর করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ভিডিও কনফারেন্সেই স্থানীয় ই্উএনওদের বলেন, যেসব শিক্ষক আগামী দুই মাসের মধ্যে অবসরে যাবেন, তাদের ডাটাবেজ তৈরি করুন। কোনো শিক্ষক পেনশন পেতে হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষকদের সকাল ৯টার মধ্যেই স্কুলে যাওয়ার নির্দেশ দেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক স্কুল থেকে বাচ্চারা যেন আর কিন্ডারগার্টেনে বা কেজি স্কুলে না যায়, সে ব্যবস্থা করা হবে। প্রাইমারি স্কুলের মান বাড়ানো গেলে কেজি স্কুলের বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়তে আসবে।
এ সময় প্রাথমিক স্কুলগুলোর প্রধান শিক্ষকের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে এবং এ সংক্রান্ত নীতিমালা তৈরি করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
আরআর