আওয়ার ইসলাম: ছিনতাইকারীর ছুরিকাঘাতে অনুপ আদিত্য নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। ছুরিকাঘাতে আহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের আবাসিক ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত। রোববার দিবাগত রাত এ ঘটনা ঘটে।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি আছেন।
জানাযায়, রোববার রাতে পলাশী থেকে জগন্নাথ হলে ফিরছিলেন অনুপ। ফেরার পথে সলিমুল্লাহ মুসলিম হল ও ফুলার রোডের সংযোগস্থলে স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্যের সামনে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাঁর পথরোধ করে। তাঁরা অনুপের সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলেন। ভয় পেয়ে দৌড়ে পালাতে চাইলে ছিনতাইকারীরা অনুপকে ছুরিকাঘাত করে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘পলাশী থেকে ফেরার পথে কয়েকজন অনুপের পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। ছিনতাই করতে না পেরে তারা ওকে ছুরিকাঘাত করেছে।
আমরা ক্যাম্পাসে এ ধরনের ঘটনা বন্ধ করার চেষ্টা করছি। এ জন্য ক্যাম্পাসকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। ঘটনাটি যেখানে ঘটেছে, সেখানে চৌকি বসানোর প্রক্রিয়া চলছে।
আইএ