আওয়ার ইসলাম: ডাকসু নির্বাচনের স্থগিতাদেশ তুলে নিয়েছে আপিল বিভাগ। ফলে মার্চে নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। একইসাথে ৩০ জুন পর্যন্ত আপিল শুনানি মুলতুবি করেছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চার বিচারকের বেঞ্চ এ আদেশ দেন। সকালে ডাকসু নির্বাচন করতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আপিলের শুনানিতে আদালত এ আদেশ দেন। গতবছর জানুয়ারিতে ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচন করতে রায় দেয় আদালত।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভোটার তালিকা প্রস্তুত করে ও ১৫ মার্চ নির্বাচনের দিন নির্ধারণ করে। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে চেম্বার আদালত স্থগিতাদেশ দেয়।
-এটি