আওয়ার ইসলাম: পৃথিবী থেকে সাড়ে ৬ বিলিয়ন কিলোমিটার দূরের গ্রহাণু আল্টিমা থুলির প্রথম স্পষ্ট ছবি পাঠিয়েছে নাসার মহাকাশযান নিউ হরাইজন।
নাসার পাঠনো ছবিতে দেখা যায়, দুটি ছোট হিমশীতল গোলক একে অন্যের সঙ্গে জুড়ে আছে।
বিজ্ঞানীরা বলছেন, হিমশীতল কুইপার বেল্টে আল্টিমা থুলির মতো অসংখ্য বস্তু রয়েছে। এখান থেকে পাওয়া তথ্য সৌরজগতের গঠন ও স্তরবিন্যাসের গুরুত্বপূর্ণ তথ্য দেবে।
এর আগে নতুন বছরের প্রথম দিনেই আল্টিমা থুলির কাছাকাছি পৌঁছে যাওয়ার সংকেত পাঠায় নাসার মহাকাশযান। এর মাধ্যমে সৌরজগতের এখন পর্যন্ত সবচেয়ে দূরতম স্থানের বস্তুর কাছে পৌঁছালো কোনো মহাকাশ যান।
২০০৬ সালে পাঠানো নিউ হরাইজন আল্টিমা থুলিতে পৌঁছাতে সময় নেয় প্রায় ১৩ বছর। ২০১৫ সালে সৌরজগতের নবম গ্রহ প্লুটোর স্পষ্ট ছবি পাঠায় এটি।
-এটি