আওয়ার ইসলাম: বছরের প্রথম দিনে রাজশাহীতে ৫০ লাখ নতুন বই দেওয়ার শিক্ষার্থীদের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা জানিয়েছেন জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বই বিতরণের সকল প্রস্তুতি সমাপ্ত হয়েছে।।
তারা জানান, ২০১৯ সালে জেলায় প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষার্থী রয়েছে ৬ লাখ ৪৯ হাজার ৬৪২ জন। এসব শিক্ষার্থীর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নতুন বই পাঠানো হয়েছে ৪৯ লাখ ৯৯ হাজার ৭৪৩টি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম জানিয়েছেন, নতুন বছরে প্রাথমিক পর্যায়ে জেলায় শিক্ষার্থী রয়েছে ৩ লাখ ৫ হাজার ৬৩৬ জন। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন বিষয়ের ১৪ লাখ ১১ হাজার ৫৫৮টি নতুন বই তুলে দেওয়া হবে।
তাই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নতুন বই ৭০ শতাংশ বিদ্যালয়গুলোতে পাঠানো কাজও সমাপ্ত হয়েছে। বাকি ৩০ শতাংশ বই কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে।
অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ে বই বিতরণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন, ২০১৯ সালে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ৩ লাখ ৪৪ হাজার ৬ জন। এই শিক্ষার্থীরা বছরের প্রথম দিনে ৩৫ লাখ ৮৮ হাজার ১৮৯টি নতুন বই পাবে।
ইএ