শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

গ্রাহকের ব্যক্তিগত তথ্য দিয়ে ব্যবসা করছে ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বছরের শুরু থেকেই সংবাদ শীর্ষে ছিলো কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারি। প্রযুক্তিনির্ভর সময়ে গ্রাহকদের তথ্য কতখানি সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার নতুন এক বিতর্কে আবারও যোগ হয়েছে ফেসবুকের নাম। নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধান বলছে, বিভিন্ন প্রযুক্তি কোম্পানির সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিনিময় করে আসছে ফেসবুক।

ওই অনুসন্ধান বলছে, মাইক্রোসফট, অ্যামাজন, নেটফ্লিক্স ও স্পটিফাই-এর মতো সংস্থাগুলোকে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য দিয়েছে ফেসবুক। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংকেও ফেসবুক ব্যবহারকারীদের বন্ধু তালিকা দেখার অনুমতি দেওয়া হয়েছে গ্রাহকদের অনুমতি ছাড়াই। অ্যামাজন ব্যবহারকারীদের নাম ও অন্য ব্যক্তিগত তথ্যও চালান করেছে ফেসবুক।

প্রায় ১৫০টি প্রযুক্তিভিত্তিক সংস্থাকে ব্যবহারকারীদের তথ্য দিয়েছে ফেসবুক। ২৭০ পৃষ্ঠার অভ্যন্তরীণ নথি বিশ্লেষণসহ ফেসবুকের ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে নিউইয়র্ক টাইমস। নিউইয়র্ক টাইমস অভিযোগ তুলেছে, অংশীদারদের সঙ্গে গ্রাহকের ব্যক্তিগত তথ্য বিনিময়ে ফেসবুকের নিজস্ব গোপনীয়তা বিধি ক্ষুণ্ণ হয়েছে।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ