আওয়ার ইসলাম: নতুন সিরিজ ০১৪ চালু করলো বাংলালিংক। পুরনো নম্বর সিরিজ ০১৯ এর পাশাপাশি এটিও থাকবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গুলশানের বাংলালিংক কার্যালয় থেকে সন্ধ্যায় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ০১৪ নম্বর সিরিজ থেকে ফোন দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ০১৯ নম্বর সিরিজের বাংলালিংক গ্রাহকেরা নতুন সিরিজের নম্বরের আরেকটি সিম বিনামূল্যে পাবেন। ০১৪ সিরিজে থাকবে মোট ১ কোটি সিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিটিআরসির চেয়ারম্যান বলেন, উন্নত সেবা দিতে নতুন সিরিজের নম্বর দিচ্ছে বাংলালিংক। বাংলালিংকের ০১৯ সিরিজের প্রিপেইড ব্যবহারকারীরা ০১৪ সিরিজের সিম সংগ্রহ করে দুটি বাংলালিংক নম্বরের মধ্যে প্রতি মিনিট ৫৪ পয়সা কলরেটে আজীবন কথা বলার বিশেষ সুযোগ পাবেন।
বর্তমানে ৩ কোটি ৩৩ লাখ গ্রাহক নিয়ে মোবাইল অপারেটর হিসেবে তৃতীয় অবস্থানে আছে বাংলালিংক।