সুলাইমান সাদী: ২৭ নভেম্বর (মঙ্গলবার) কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের বিশেষ বৈঠকে অনুষ্ঠিত হবে।
এতে শুকরানা মাহফিলের অর্থনৈতিক হিসাব ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
বৈঠকে চলতি বছরের দাওরায়ে হাদিসের পরীক্ষাসহ চলমান কিছু বিষয়েও আলোচনা হবে হবে জানা গেছে।
জাতীয় দীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মদ আলী এ বিষয়ে আওয়ার ইসলামকে জানান, ২৭ নভেম্বর শুকরানা মাহফিল বিষয়ক বিশেষ বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আল হাইআতুল উলয়ার সব সদস্যকে চিঠির মাধ্যমে দাওয়াত দেয়া হয়েছে।
এতে শুকরানা মাহফিল পরবর্তী প্রভাব, অর্থনৈতিক হিসাব ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
বৈঠকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার কথা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আল হাইআতু উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা বিষয়ক আলোচনা থাকতে পারে। এছাড়াও চলমান অন্যান্য বিষয়েও আলোচনার কথা রয়েছে।
নির্বাচনকালীন অস্থিরতার সময়ে শিক্ষার্থীদের পড়াশোনা, পরীক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, মাদরাসার পড়াশোনার পরিবেশ নির্বাচনী হাওয়া থেকে সম্পূর্ণ পৃথক। নির্বাচনের কোনো প্রভাব শিক্ষার্থীদের পড়াশোনায় পড়বে না বলে আমরা আশা করি। তবু বৈঠকে এ বিষয়ে যদি কোনো আলোচনা ওঠে তাহলে মুরুব্বিরা অবশ্যই যথাযথ নির্দেশনা দেবেন ইনশাআল্লাহ।
আল হাইআতুল উলয়ার অধীনে ২০১৯ সালের দাওরায়ে হাদীসের (তাকমিল) পরীক্ষা শুরু হবে ৮ এপ্রিল। অথরিটি গঠনের পর ৩য় বারের মতো পরীক্ষা নেবে সংস্থাটি।
দাওরার সার্টিফিকেটে কি সৌদি আরবে পড়া যায়?