আওয়ার ইসলাম: বেশ কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন নিউজপোর্টালের সূত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ নিখোঁজ হওয়ার খবর ভাইরাল হয়েছে। সংবাদটি পুরোপুরি গুজব বলে জানিয়েছে সরকার।
তথ্য মন্ত্রণালয়ের 'গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল' সংবাদ থেকে গুজব হিসেবে চিহ্নিত করেছে।
বুধবার তথ্য অধিদফতর জানিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণের দায়িত্ব ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইট এর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে প্রতিদিন সফলভাবে অনুষ্ঠান সম্প্রচার করছে।
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিখোঁজ' শিরোনামে প্রচারিত সংবাদটি একটি উদ্দেশ্যপ্রণোদিত গুজব। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেল সংবাদটি গুজব হিসেবে চিহ্নিত করেছে।
এসএস