আওয়ার ইসলাম: নিজ কর্মীদের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোন ছেড়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত ফোন ব্যবহারে বাধ্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ।
নিউইয়র্ক টাইমস-এর খবর আরও বলছে, অ্যাপল সিইও টিম কুকের প্রতি ব্যক্তিগত ক্ষোভ থেকে জাকারবার্গ এমন কাজ করছেন।
গত মার্চে টিম কুকের দেওয়া এক সাক্ষাতকারকে কেন্দ্র করে ক্ষুব্ধ হন জাকারবার্গ। ওই সাক্ষাৎকারে কুক বলেন, ‘আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যবসা করছে ফেসবুক।’
জাকারবার্গের জায়গায় থাকলে তিনি কীভাবে ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডেলটি সামাল দিতেন সে কথাও জানান। কুক বলেন, ‘আমি কখনো এমন পরিস্থিতিতে পড়তামই না।’
একই সাক্ষাৎকারে বিজ্ঞাপন থেকে আয় করা কোম্পানিগুলো নিয়ন্ত্রণে কঠোর প্রাইভেসি নীতিমালা তৈরির আহ্বানও জানান তিনি।
এর জবাবে প্রযুক্তির সংবাদ প্রকাশকারী মাধ্যম রি/কোড’কে দেওয়া সাক্ষাতকারে জাকারবার্গ বলেন, ‘চিন্তাভাবনা ছাড়াই এ মন্তব্য করা হয়েছে।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, ব্যবসায়িক কারণেও নিজ কর্মীদের অ্যান্ড্রয়েড ব্যবহারে বাধ্য করে থাকতে পারেন জাকারবার্গ। অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপগুলোর মধ্যে পার্থক্য আছে।
কর্মীরা অ্যান্ড্রয়েড ব্যবহার কমিয়ে দিলে তা অ্যাপের উন্নয়নে প্রভাব ফেলবে। তাই হয়তো অ্যান্ড্রয়েডের ব্যবহার বাড়াতে চাচ্ছেন তিনি।
স্মার্টফোন চার্জ হবে মাত্র ৫ মিনিটে