আওয়ার ইসলাম: টেলিভিশনের সংবাদ উপস্থাপনার জন্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন) সংবাদপাঠক প্রযুক্তি নিয়ে এসেছে চীনের সংবাদমাধ্যম সিনহুয়া।
ওই সংবাদপাঠক দেখতে অবিকল মানুষের মতো। তার কণ্ঠস্বরও রোবোটিক হলেও শুনতে অনেকটাই মানুষের কণ্ঠের ন্যায়। সিনহুয়া এরইমধ্যে এটিকে দিয়ে সংবাদ উপস্থাপনার কাজও করিয়েছে।
সংবাদ উপস্থাপনার সময় ওই প্রেজেন্টারকে সুন্দরভাবে পোশাকও পরিধান করানো হয়। একজন প্রফেশনাল নিউজ প্রেজেন্টারের মতোই স্বাভাবিকভাবে সংবাদ পড়তে পারে এ ডিজিটালাইজড রিপোর্টার।
গত বৃহস্পতিবার সংবাদ সংস্থাটি প্রথম ‘এআই নিউজরিডার’ নামের ওই প্রযুক্তিটি দিয়ে প্রতিবেদন সম্প্রচার করায়। সেসময় এটাকে মানুষের মতোই দেখাচ্ছিল।