আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন সেরিব্রালপালসি আক্রান্ত ভর্তিচ্ছুক প্রতিবন্ধীকে কোটার সুযোগ না দেওয়ায় তুমুল সমালোচনার মধ্যে পড়ে।
এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তির নীতিমালায় শারীরিক প্রতিবন্ধী কোটা যুক্ত করেছে। আগে শুধু দৃষ্টি, শ্রবণ ও বাক প্রতিবন্ধীরা ঢাবিতে ভর্তির ক্ষেত্রে কোটার সুযোগ পেত।
বৃহস্পতিবার শারীরিক প্রতিবন্ধীর কোটা ডিনস কমিটির সভায় সংযোজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এতদিন শারীরিক প্রতিবন্ধীরা আমাদের নীতির বাইরে ছিল। বিদ্যমান যে কোটা সুবিধা নীতিমালা সেখানে এটা সংযোজন করা হয়েছে। যাতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঞ্চিত না হয়।
আরআর