শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

এবার প্লাস্টিকের গাড়ি আসছে বাজারে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোহা নয়, এবার আপনাকে বহন করা গাড়িটি হবে প্লাস্টিকের! বিশ্বে এই প্রথম প্লাস্টিকের গাড়ি আনতে চলেছে টোকিও ইউনিভার্সিটি।

বিজ্ঞানীদের দাবি, প্লাস্টিকের বডি হওয়ায় অন্যান্য গাড়ির চেয়ে এই গাড়ির ওজন ৪০ শতাংশ কম।

তবে প্লাস্টিক বলে ঘাবড়ানোর কিছু নেই, বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করায় যথেষ্ঠ শক্তপোক্তই হবে থ্রি-সিটার এই গাড়িটি, দেখতেও স্টাইলিশ, অন্যান্য গাড়ির থেকে উচ্চতা তুলনামূলক ভাবে কম।

বিজ্ঞানী মহলের বক্তব্য, সমমানের অন্য গাড়ির থেকে এই গাড়ির গতিবেগ হবে অনেকটাই বেশি, এতে জ্বালানিও লাগবে খানিকটা কম।

অভিনব গাড়ি তৈরিতে বরাবরই জাপানের অবদান রয়েছে। ২০২০ টোকিও অলিম্পিক্সে চালকহীন গাড়ি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে জাপানের, ২০২২ সাল থেকে ওই গাড়ি বাজারে আসবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ