আওয়ার ইসলাম: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর হল ত্যাগ করেছে শিক্ষার্থীরা। সকাল দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের দুটি হল ছেড়ে যায় আবাসিক ছাত্র-ছাত্রীরা।
সোমবার সন্ধ্যায় রিজেন্ট বোর্ডের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে আগামী ১৬ নভেম্বর ২০১৮-২০১৯ সেশনে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আন্দোলনকারীদের অভিযোগ, হলের ডাইনিংয়ে খাবার উন্নয়নের জন্য ভর্তূকি প্রদান, ক্লাস রুম ও চেয়ার সংকট দূর করা।
পরিবহন সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসলেও কোনো পদক্ষেপ নিচ্ছেনা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই জেরে সোমবার ক্লাস বর্জন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে তারা।
-এটি