ইসমাঈল আযহার: এক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়েছেন। তার আট বছর বয়সের একটি ছেলে আছে। স্ত্রী এখনো অন্যত্র বিবাহে আবদ্ধ হননি। এ অবস্থায় ছেলে কার কছে থাকবে? তার ভরণ পোষণের দায়িত্ব কে নেবে?
অন্যদিকে আবার বাবা চাচ্ছেন ছেলেকে তার কাছে রাখতে। কিন্তু স্ত্রী ও তার পক্ষের লোক সুযোগ দিচ্ছেন না। এ অবস্থায় শরিয়তের বিধান কী?
উত্তর: শরিয়াতের বিধান হচ্ছে স্বামী স্ত্রী মধ্যে বিচ্ছেদ হলে ছেলে ৭ বছর এবং মেয়ের বয়স ৯ হওয়া পর্যন্ত সন্তান তার মায়ের কাছে থাকবে। কিন্তু তার ভরণ-পোষণের দায়-দায়িত্ব স্বামীর। ছেলে ৭ ও মেয়ের ৯ বছর অতিবাহিত হওয়ার পর তাদের দায়িত্ব বাবা কাঁধে।
অতএব সন্তান বড় হলে বাবার কাছে থাকবে। এ অবস্থায় স্ত্রী ও তার পক্ষের লোকদের উচিত হবে না ছেলেকে তাদের কাছে রেখে দেওয়া।
সূত্র: ১. রাদ্দুল মুহতার শামী) খ- নং ৫, পৃষ্ঠা নং ২৫৩- ২. ফাতাওয়ে আলমগীরী খ- নং ১, পৃষ্ঠা নং ৫৪১-৫৪২, ৩. আল বাহরুর রায়েক খ- নং ৪, পৃষ্ঠা নং ১৬৯-১৭০
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!