আওয়ার ইসলাম: মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স গতকাল বৃহঃবার সমাপ্ত হয়েছে।
কোর্সটি গত শনিবারে আরম্ভ হয়ে গতকাল বৃহঃবার শেষ হয়। কোর্সে বিভিন্ন মাদরাসা ও প্রতিষ্ঠান থেকে ছাত্র শিক্ষকসহ প্রায় ৫০জন অংশগ্রহন করে।
মূলত কওমি মাদরাসা সমূহের প্রথম সাময়ীক পরীক্ষার ছুটিকে সামনে রেখে কোর্সটির ঘোষণা দেয়া হয়। কওমি মাদরাসার ছাত্রদের সাথে সাথে আলিয়া ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এতে অংশগ্রহন করেন।
কোর্স সম্পর্কে মারকাযুল লুগার পরিচালক, আরবি ভাষা ও সাহিত্যের নিবেদিতপ্রাণ সেবক মহিউদ্দীন ফারুকী বলেন, একটি কোর্স একজন তালিবুল ইলমকে নিদৃষ্ট বিষয়ে কামিল বানিয়ে দিতে পারেনা। লুগাহ ও আদবের ক্ষেত্রে কামিল কিলানী বানাতে পারেনা।
তবে সেই কোর্সের মাধ্যমে তাকে ঐ বিষয়ে দক্ষ হওয়ার জন্য একটি মসৃণ ও নিরাপদ পথ দেখাতে পারে। কিছু নির্দেশনা ও পদ্ধতি তাকে শেখানো যেতে পারে।
সে দৃষ্টিকোণ থেকে আমরা এধরণের কোর্সের মাধ্যমে তালিবুল ইলমদের মাঝে আরবি ভাষা শেখার আগ্রহ জাগিয়ে দিতে চাই। চর্চার শুরুটা আমরা করিয়ে দেই।
আমরা যেহেতু পরিবেশটা আরবি করতে চেষ্টা করি, তাই ছাত্ররা এধরণের পরিবেশ পেয়ে এবং কয়েকটি দিন চর্চা করে তারা উদ্দীপনা এবং স্পৃহা নিয়ে ফিরে যায়।
এবারের কোর্সে অংশগ্রহনকারীদেরকে আরবি কথোপকথন, পঠন, ইমলা বা লিখন পদ্ধতি, উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
কোর্স শেষ মেধাবী ও ভালো ছাত্রদের মাঝে পুরস্কার হিসেবে মূল্যবান কিতাব প্রদান করা হয়।
আরো পড়ুন-
কওমি সনদের স্বীকৃতি: তসলিমারা কেন ভীত?
বিজেপি নেতার সঙ্গে তসলিমার অবৈধ সম্পর্ক ফাঁস, আছে সন্তানও
‘জামায়াত স্বাধীনতা বিরোধী কিন্তু হেফাজত স্বাধীনতা বিরোধী নয়’
এটি/আওয়ার ইসলাম