তামিম আহমেদ: ভোরের বাতাসে শীতের গন্ধ। শীত ধেয়ে অাসছে।ঋতুতে পরিবর্তন।ঢাকায় শীত খুব একটা দেখা না গেলেও, ঢাকার বাহিরে বেশ শীত পড়েছে। এই শীতে বদলে যাচ্ছে আমাদের খাবারের ধরন। শীতের শুষ্কতা থেকে মুক্তি পেতে শীতকালীন শাক-সবজি আমাদের শরীর-স্বাস্থ্যের প্রাকৃতিক যত্ন নেয়। সুতরাং শীতে স্বাস্থ্যের উন্নতি বৃদ্ধি ও পাশাপাশি তা দৈনন্দিন খাবারেও আনতে পারে নতুন স্বাদ।
শিম : শীতকালের বিশেষ সবজি শিম। দুই ধরনের শিম পাওয়া যাচ্ছে বাজারে। একটি সাধারণ শিম, অন্যটি একটু সরু ও লম্বাটে আকারের।
গাজর: আমরা যত রকমের সবজি খাই, তার মধ্যে দ্বিতীয় জনপ্রিয় সবজি গাজর।
শালগম: লাল ও সাদা দুই রঙের শালগম বাজারে আছে।
মুলা: সাদা ও লাল, দুই রঙের মুলা আছে বাজারে।
পেঁয়াজের কালি: শীতের বিশেষ এই সবজি ।
টম্যাটো: লাল ও সাদা রঙের টম্যাটো পাওয়া যাচ্ছে বাজারে।
ধনে পাতা: শীতের বিশেষ সবজি ধনে পাতা।
ফুলকপি: শীতের সবজি ফুলকপি।
বাঁধাকপি: শীতের সবজি বাঁধাকপি।
লাউ: শীতের সবজি লাউ।
শসা: শীতের সবজি শসা।
মিষ্টি আলু
ডাটা
পালং শাক
লাল শাক
মাদরাসা ছাত্ররা এখন ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে : সংস্কৃতিমন্ত্রী