মাননীয় মেয়র! আপনি গতকাল সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর অবদান স্বীকার করতে গিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক প্রসিদ্ধ হল, চট্টগ্রাম ‘মুসলিম হল’ এর নাম পরিবর্তনের কথা বলেছেন। হলটি তার নামে নামকরণের কথা জানিয়েছেন। কিন্তু এ সিদ্ধান্ত দেশের মুসলিম জনগণ মেনে নেবে না বলেই মনে করছি।
আপনি যদি এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করেন, তাহলে এটা হবে আমাদের জন্য একটি অন্যতম আঘাত। আইয়ুব বাচ্চু যদিও ধর্মে মুসলিম কিন্তু মুসলিম শব্দের যে পরিচয় তার মধ্যে সেটা অনুপস্থিত।
শত বছরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে বেঁচে থাকা সেই ঐতিহাসিক মুসলিম হলের নাম পরিবর্তন
করে আইয়ুব বাচ্চু হল নামকরণ করাটা আমি মনে করি মুসলিমদের মধ্যে আপনার প্রতি নেতিকবাচক মনোভাবই তৈরি করবে।
একান্তই যদি আইয়ুব বাচ্চুর নামে কিছু করতে চান তাহলে নতুন করে এমন কিছু তৈরি করুন অথবা মুসলিম হল সংলগ্ন ‘থিয়েটার ইনস্টিটিউট’ এর নাম পরিবর্তন করুন। আর থিয়েটারের সঙ্গেই আইয়ুব বাচ্চুর ভালো মিল।
সুতরাং আশা করি আপনি মুসলিম ঐতিহ্যের প্রতি লক্ষ রেখে এ হলের নামটি পরিবর্তন করবেন না। এমনটি হলে হাজারও ধর্মপ্রাণ মুসলিম আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে।
মুহাম্মদ ফোরকান ইবনে জাফর
শিক্ষার্থী, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া
‘চট্টগ্রামের মুসলিম হলের নাম বদলে হবে আইয়ুব বাচ্চু হল’