আওয়ার ইসলাম: আগামী মাস থেকেই ফেসবুক, ইউটিউব ও গুগল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সভায় মন্ত্রী জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, ফেসবুক একসময় আমাদের কথায় কোনো কর্ণপাত না করলেও, এখন শুনছে। আমাদের দেশীয় আইনকানুন অনুযায়ীই তারা চলবে। আগামী মাস থেকে ফেসবুক, ইউটিউব ও গুগল নিয়ন্ত্রণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, এই মাসেই সব ধরনের ডিভাইস আসবে। এর মাধ্যমে নির্বাচনকে ঘিরে অপপ্রচার, গুজব ও মিথ্যা তথ্য প্রতিরোধ করতে সক্ষম হব।
এ সময় তিনি গুজব ও অপপ্রচার রুখতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। কোনো ঘটনা বা বিষয়ে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের সম্ভাবনা থাকলে সরকারকে অবহিত করারও অনুরোধ জানান তিনি।
যে কারণে বিশ্বজুড়ে দুই ঘণ্টা বন্ধ ছিল ইউটিউব
-আরআর