আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
১৩ অক্টোবর, শনিবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি প্রকাশ করে বলে ইউএনবির খবরে জানানো হয়।
সময়সূচি অনুযায়ী, চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯.৩০-১০.৩০, দ্বিতীয় শিফট বেলা ১১.৩০-১২.৩০, তৃতীয় শিফট দুপুর ২.০০-৩.০০টা এবং চতুর্থ শিফটের পরীক্ষা বিকেল ৪.০০-৫.০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আক্তারীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চার দিনের পরিবর্তে দুই দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম. শাহীনুর রহমান।
তিনি আরও জানান, আগামী ৪ নভেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ৫ নভেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়।
পদ্মা সেতুর কাজ আমি প্রথম শুরু করেছিলাম : প্রধানমন্ত্রী
আরএম/