সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

কওমি স্বীকৃতির কি প্রয়োজন ছিল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আহমদ আলী
আলেম, লেখক ও গবেষক

আমাদের সময়ে এখনকার মতো এত ব্যাপকহারে কওমি মাদরাসায় ছেলেরা পড়ালেখা করতো না। যারাই কওমি মাদরাসায় যেতো হেফজখানা বা মক্তব থেকে শুরু হত তাদের পড়াশোনা।

তখন আসাবিক মাদরাসাই প্রাধান্য ছিল। যখন বাড়িতে যেতাম কোনো আত্মীয়-স্বজন দেখলেই মা বাবাকে তারা প্রথম এই প্রশ্নটা করতো- তোমার ছেলেকে মাদরাসায় দিয়েছো ওদের কি সার্টিফিকেট আছে?

মা বাবা বলতো ‘না ওদের কোনো সার্টিফিকেট নাই’। তারা বলতো সার্টিফিকেট না হলে ওদের ভবিষ্যৎ কি হবে?

কওমি সমালোচনার জবাব

যদিও রিজিকের বিষয়টা সার্টিফিকেটের সঙ্গে সম্পৃক্ত না। বহু ভাল ভাল সার্টিফিকেটধারী চাকরি-সংকটে আছে। বহু ডাক্তার নিরক্ষর মানুষের মেডিকেলে চাকরি করে।

সুতরাং খাবারের সঙ্গে সার্টিফিকেটের কোনো সম্পর্ক নেই। তবে সাধারণ মানুষের বিশ্বাস হল, যদি সরকারি স্বীকৃতি থাকে তাহলে শিক্ষার মূল্যায়ণ হল। তারা যে কোনো জায়গায় কিছু একটা করে খেতে পারবে। অথচ যারা কওমি মাদরাসায় পড়ে তাদের ভিত্তি হলো ঈমানের ওপর।

বৃটিশ বিরোধী আন্দোলন, রেশমি রোমাল আন্দোলন থেকে শাইখুল হিন্দ আল্লামা হুসাইন আহমাদ মাদানী যে আন্দোলন শুরু করেছিলেন তা দেওবন্দের সূর্য-সন্তান তাদের ধারাবাহিকতায় বাংলাদেশে কওমি মাদরাসার প্রচার ঘটে।

আল-আযহার ইউনিভার্সিটি অনেক পূর্বের থেকে স্বীকৃত। কিন্তু সেখান থেকে পড়ে এসে কেউ দশটি মাদরাসাও আল-আযহারের মূলনীতি অনুযায়ী প্রতিষ্ঠা করেনি। অথচ দেওবন্দ থেকে পড়ে এসে লক্ষ লক্ষ মাদরাসা দেওবন্দের মূলনীতি অনুযায়ী প্রতিষ্ঠা করেছে।

এর কারণ হল, ঈমানি চেতনায় দেওবন্দ ও তার চিন্তা দর্শন হক হক্কানিয়াতের ঝাণ্ডা বহন করে।

এখন হক ও হক্বানিয়াতের ঝান্ডা বহন করার জন্য যদি তাদের পার্লাপেন্টে যেতে হয়, তারা পার্লামেন্টে যাবে। একটা যায়গায় অভাব ছিলো।

আমাদের অনেক ছেলে ফাঁকে ফাঁকে আলিয়া মাদরাসায় পরীক্ষা দেয়। আলিয়া মদরাসায় টিচার হিসেবে জয়েন করে অধিকাংশ কওমি মাদরাসা পড়ুয়া। ফাঁকে দিয়ে দু’এক মাস পড়ে পড়ে পরীক্ষা দিয়ে তারা সবচেয়ে ভালো রেজাল্ট করে।

সত্যিকার অর্থে আমাদের অনেক ছেলে চুপে চুপে পরীক্ষা দেয়ার কারণে দেখা যায় তাদের অনেক দিকে অধঃপতন হয়। যেহেতু তাদের সেরকম পরিচর্যা হয় না। আলহামদুলিল্লাহ এখন এ স্বীকৃতির কারণে কওমি পড়ুয়াদের আলিয়ায় পরীক্ষা দেয়া লাগবে না।

প্রশ্ন হলো, স্বীকৃতির প্রয়োজন ছিল কিনা। আমি বলি, আসলেই এ স্বীকৃতির খুব বেশি প্রয়োজন ছিল, আমাদের মুরুব্বি শাইখুল হাদিস রহ. তিনি এ স্বীকৃতির জন্য মুক্তাঙ্গনে অবস্থান করেছিলেন, আওয়াজ তুলেছিলেন।

স্বীকৃতির বিষয়কে মানুষের সামনে এনেছেন। যদিও এ সার্টিফিকেট আমাদের রুটি রুজি ব্যবস্থার জন্য না। কিন্তু মাদরাসার লক্ষ লক্ষ শিক্ষার্থীর জন্য সামাজিক মর্যাদার। এটা অস্বীকার করা যাবে না।

শ্রুতি লিখন: ইসমাঈল আযহার

আরও পড়ুন: একজন বক্তার কেমন হওয়া উচিৎ?

[মালিবাগে চালু হয়েছে অত্যাধুনিক হিজামা সেন্টার। নবীজি সা. নির্দেশিত এ চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে সুস্থ থাকুন। হার্টের রোগ, কিডনির, লিভারের ও স্ট্রোকসহ শরীরের বাত ব্যথার জন্য খুবই উপকারী হিজামা: যোগাযোগ ০১৮৫৮১৪১৮৪৬]


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ