আওয়ার ইসলাম: আগামী ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ৬ দিনব্যাপী আল ইসহাক ফাউন্ডেশনের তত্বাবধানে পরিচালিত আরবি, বাংলা হস্তলিপি এবং ক্যালিগ্রাফি কোর্স অনুষ্ঠিত হবে।
রাজধানীর মানিকনগরে অবস্থিত জামিয়া মাহমুদিয়া ইসহাকিয়ায় এ কোর্সটি অনুষ্ঠিত হবে। কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীদের সুন্দর করে আরবী ও বাংলা লেখার অনুশীলন ও আরবি ক্যালিগ্রাফি শিল্পের শিক্ষা দেয়া হবে।
প্রশিক্ষণ করাবেন নারায়নগঞ্জ সিটির জামিয়া আশরাফিয়া রহমতুল্লাহ আমলাপাড়া মাদরাসার আদব বিভাগের মুশরিফ মুফতি মুজিবুল্লাহ ইসহাকি।
কোর্সটি সম্পর্কে তিনি আওয়ার ইসলামকে বলেন, হস্তলিপি সুন্দর করা প্রতিটা শিক্ষার্থীদের জন্যে অত্যাবশ্যক। পড়া যেমন জরুরী, লেখাটাও জরুরী। সুন্দর হাতের লেখা পরীক্ষায় ভালো ফলাফল করাসহ জীবনের অনেক ক্ষেত্রেই সফলতার মাধ্যম হিসেবে ধরা হয়। আমি আশা করি, কোর্সটির মাধ্যমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
আরএম/