শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি গাজায় গণহত্যা ও ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে জমিয়তের বিক্ষোভ ইয়েমেনে মার্কিন হামলায় নিহত অন্তত ৩৮ ভারতীয় মুসলিমরা এখনই না জাগলে অধিকার নয়, পরিচয়ও হারাতে পারে

'আল্লামা আহমদ শফীকে নিয়ে অনভিপ্রেত বিতর্ক বন্ধ করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক
আলেম ও সংগঠক

হেফাজতে ইসলাম, আল্লামা আহমদ শফী এবং কওমি মাদরাসা সনদের স্বীকৃতি বিল পাশ ও পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে দেশের ধর্মীয় অঙ্গণে বিরাজ করছে চরম অস্থিরতা৷ কওমি সংশ্লিষ্ট উপরোক্ত বিষয়গুলো নিয়ে কওমি মহলের ভিতর ও বাইরের অনেককেই বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে৷

কওমি সমালোচনার জবাব

চলমান এই বিতর্কে দেশপ্রেমিক ইসলামি শক্তির মাঝে বিরোধ ও বিভক্তি সৃষ্টির সমূহ আশংকা দেখা দিয়েছে৷ এমতাবস্থায় ইসলামপ্রিয় জনতা যেমন বিব্রতকর অবস্থার শিকার, তেমনি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ছে হতাশা৷ তাদের মধ্যে তৈরি হচ্ছে শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী নেতৃত্বের ব্যপারে অনাস্থা৷

সার্বিক অবস্থা দৃষ্টে চলমান এই পরিস্থিতিকে ইসলাম ও দেশের বিরুদ্ধে সুগভীর এক ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে৷ এই পরিস্থিতি সামাল দিতে না পারলে আল্লাহ না করুন সংশ্লিষ্ট সবাইকেই চরম মাশুল দিতে হবে৷ এজন্য সবাইকে ধৈর্য, সহনশীলতা ও অবিচলতার সাথে পরিস্থিতি উৎরাতে হবে৷

চলমান বিতর্ক ও আলোচনার প্রেক্ষিতে আমরা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে, আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী আজ শুধু একজন ব্যক্তি নন, বরং ওলামায়ে কেরামের শীর্ষ রাহবার ও দেশপ্রেমিক ইসলামি জনতার ঐক্য ও সংহতির প্রতীক৷

তিনি বাংলাদেশে নাস্তিক্যবাদবিরোধী অভূতপূর্ব গণজাগরণের মহানায়ক৷ ইসলামবিরোধী অপশক্তির সাক্ষাৎ আতংক৷ দীর্ঘ কর্মজীবনে সাফল্যের ধাপগুলো একে একে অতিক্রম করে তিনি এখন অনন্য উচ্চতায় আসীন অবিসংবাদিত এক নেতা৷

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

সরলপ্রাণ এই মহান ব্যক্তির সর্বজন গ্রহণযোগ্যতা ও অভূতপূর্ব নেতৃত্বকে নিয়ে আজ দুটিপক্ষ অনভিপ্রেত টানা-হেঁচড়া শুরু করেছে৷ একটিপক্ষ তার বিপুল জনপ্রিয়তাকে পূঁজি করে ক্ষুদ্র স্বার্থ হাসিলের চেষ্টা করছে, তো অন্যপক্ষ নিজেদের ব্যর্থতা ও ক্ষোভের গ্লানি তার উপর আরোপের কসরত করছে৷

আফসোস, একজন নবতীপর অসুস্থ মহান বুযুর্গকে নিয়ে এ কেমন নিষ্ঠুর জুলুমের খেলা চলছে! আমরা উভয়পক্ষকে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে এই বিপজ্জনক আত্মঘাতি খেলা বন্ধ করুন৷

যারা নিজেদের অভিলাস পূর্ণ করতে আল্লামা আহমদ শফীর নামকে ঢাল বানাচ্ছেন, তারা নিজেদের পরিচয়ে জাতির সামনে জাহির হোন৷ আর যারা ব্যর্থতা ও ক্ষোভের গ্লানি সইতে পারছেন না, তারা নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণ অনুসন্ধান করুন৷ আল্লামা আহমদ শফীর অবস্থান ও বক্তব্যকে সরল পথে বিশ্লেষণ করুন৷

মনে রাখবেন, আল্লামা আহমদ শফী ইসলামি জাগরণের সিম্বল, তার উপর প্রতিটি আঘাতে উল্লসিত হয় ইসলামবিদ্বেষী, বাংলাদেশবিরোধী অপশক্তি! তাই শত্রুকে হাসানোর এই বোকামির পথ পরিহার করতে সকলের প্রতি অনুরোধ জানাই ৷

কওমি সনদ স্বীকৃতির বিষয়ে কওমিবিরোধীরা ক্ষুব্ধ বা বেজার হলেও কওমীর প্রতিটি সন্তান সন্তুষ্ট৷ নিজেদের পূর্বপুরুষদের পাশাপাশি স্বীকৃতি বাস্তবায়নের দীর্ঘ পথপরিক্রমায় সরকারের ইতিবাচক ভূমিকারও তারা অকপট প্রশংসা করে৷ বিশেষত মাননীয় প্রধানমন্ত্রীর তৎপরতার জন্যে তারা তার কাছে সবিশেষ কৃতজ্ঞ৷

এভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে আলেমসমাজের সাথে দীর্ঘ বৈরিতার অবসান ও সম্পর্কোন্নয়নে তিনি ও তার সরকার অব্যাহত ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী৷ কওমি ছাত্র-শিক্ষক সকলেই প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানায় ও সকৃতজ্ঞ শুকরিয়া জ্ঞাপন করে৷

তবে ঘটা করে রাজনৈতিক মঞ্চ-ময়দানে সংবর্ধনার আয়োজন বিষয়ে কওমি ছাত্র-শিক্ষকদের অনেকেই বিব্রত বোধ করছে ৷ আর তাই এমন আনন্দঘন উপলক্ষটি বিভেদ এবং বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে ৷ সুতরাং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়টি পুনরায় বিবেচনা করার সবিনয় অনুরোধ করছি।

লেখক : মুহাদ্দিস, জামিয়া রাহমানিয়া, ঢাকা।

(লেখকের নিজস্ব ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ