শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

'আল্লামা আহমদ শফীকে নিয়ে অনভিপ্রেত বিতর্ক বন্ধ করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মামুনুল হক
আলেম ও সংগঠক

হেফাজতে ইসলাম, আল্লামা আহমদ শফী এবং কওমি মাদরাসা সনদের স্বীকৃতি বিল পাশ ও পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে দেশের ধর্মীয় অঙ্গণে বিরাজ করছে চরম অস্থিরতা৷ কওমি সংশ্লিষ্ট উপরোক্ত বিষয়গুলো নিয়ে কওমি মহলের ভিতর ও বাইরের অনেককেই বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে৷

কওমি সমালোচনার জবাব

চলমান এই বিতর্কে দেশপ্রেমিক ইসলামি শক্তির মাঝে বিরোধ ও বিভক্তি সৃষ্টির সমূহ আশংকা দেখা দিয়েছে৷ এমতাবস্থায় ইসলামপ্রিয় জনতা যেমন বিব্রতকর অবস্থার শিকার, তেমনি তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়ছে হতাশা৷ তাদের মধ্যে তৈরি হচ্ছে শীর্ষ ওলামা-মাশায়েখ ও ইসলামী নেতৃত্বের ব্যপারে অনাস্থা৷

সার্বিক অবস্থা দৃষ্টে চলমান এই পরিস্থিতিকে ইসলাম ও দেশের বিরুদ্ধে সুগভীর এক ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে৷ এই পরিস্থিতি সামাল দিতে না পারলে আল্লাহ না করুন সংশ্লিষ্ট সবাইকেই চরম মাশুল দিতে হবে৷ এজন্য সবাইকে ধৈর্য, সহনশীলতা ও অবিচলতার সাথে পরিস্থিতি উৎরাতে হবে৷

চলমান বিতর্ক ও আলোচনার প্রেক্ষিতে আমরা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে, আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী আজ শুধু একজন ব্যক্তি নন, বরং ওলামায়ে কেরামের শীর্ষ রাহবার ও দেশপ্রেমিক ইসলামি জনতার ঐক্য ও সংহতির প্রতীক৷

তিনি বাংলাদেশে নাস্তিক্যবাদবিরোধী অভূতপূর্ব গণজাগরণের মহানায়ক৷ ইসলামবিরোধী অপশক্তির সাক্ষাৎ আতংক৷ দীর্ঘ কর্মজীবনে সাফল্যের ধাপগুলো একে একে অতিক্রম করে তিনি এখন অনন্য উচ্চতায় আসীন অবিসংবাদিত এক নেতা৷

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

সরলপ্রাণ এই মহান ব্যক্তির সর্বজন গ্রহণযোগ্যতা ও অভূতপূর্ব নেতৃত্বকে নিয়ে আজ দুটিপক্ষ অনভিপ্রেত টানা-হেঁচড়া শুরু করেছে৷ একটিপক্ষ তার বিপুল জনপ্রিয়তাকে পূঁজি করে ক্ষুদ্র স্বার্থ হাসিলের চেষ্টা করছে, তো অন্যপক্ষ নিজেদের ব্যর্থতা ও ক্ষোভের গ্লানি তার উপর আরোপের কসরত করছে৷

আফসোস, একজন নবতীপর অসুস্থ মহান বুযুর্গকে নিয়ে এ কেমন নিষ্ঠুর জুলুমের খেলা চলছে! আমরা উভয়পক্ষকে অনুরোধ জানাই, আল্লাহর ওয়াস্তে এই বিপজ্জনক আত্মঘাতি খেলা বন্ধ করুন৷

যারা নিজেদের অভিলাস পূর্ণ করতে আল্লামা আহমদ শফীর নামকে ঢাল বানাচ্ছেন, তারা নিজেদের পরিচয়ে জাতির সামনে জাহির হোন৷ আর যারা ব্যর্থতা ও ক্ষোভের গ্লানি সইতে পারছেন না, তারা নিজেদের অযোগ্যতা ও ব্যর্থতার কারণ অনুসন্ধান করুন৷ আল্লামা আহমদ শফীর অবস্থান ও বক্তব্যকে সরল পথে বিশ্লেষণ করুন৷

মনে রাখবেন, আল্লামা আহমদ শফী ইসলামি জাগরণের সিম্বল, তার উপর প্রতিটি আঘাতে উল্লসিত হয় ইসলামবিদ্বেষী, বাংলাদেশবিরোধী অপশক্তি! তাই শত্রুকে হাসানোর এই বোকামির পথ পরিহার করতে সকলের প্রতি অনুরোধ জানাই ৷

কওমি সনদ স্বীকৃতির বিষয়ে কওমিবিরোধীরা ক্ষুব্ধ বা বেজার হলেও কওমীর প্রতিটি সন্তান সন্তুষ্ট৷ নিজেদের পূর্বপুরুষদের পাশাপাশি স্বীকৃতি বাস্তবায়নের দীর্ঘ পথপরিক্রমায় সরকারের ইতিবাচক ভূমিকারও তারা অকপট প্রশংসা করে৷ বিশেষত মাননীয় প্রধানমন্ত্রীর তৎপরতার জন্যে তারা তার কাছে সবিশেষ কৃতজ্ঞ৷

এভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে আলেমসমাজের সাথে দীর্ঘ বৈরিতার অবসান ও সম্পর্কোন্নয়নে তিনি ও তার সরকার অব্যাহত ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী৷ কওমি ছাত্র-শিক্ষক সকলেই প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ জানায় ও সকৃতজ্ঞ শুকরিয়া জ্ঞাপন করে৷

তবে ঘটা করে রাজনৈতিক মঞ্চ-ময়দানে সংবর্ধনার আয়োজন বিষয়ে কওমি ছাত্র-শিক্ষকদের অনেকেই বিব্রত বোধ করছে ৷ আর তাই এমন আনন্দঘন উপলক্ষটি বিভেদ এবং বিতর্কের বিষয়ে পরিণত হয়েছে ৷ সুতরাং সংশ্লিষ্ট সকলকে এ বিষয়টি পুনরায় বিবেচনা করার সবিনয় অনুরোধ করছি।

লেখক : মুহাদ্দিস, জামিয়া রাহমানিয়া, ঢাকা।

(লেখকের নিজস্ব ফেসবুক টাইমলাইন থেকে নেয়া)

আরো পড়ুন-
সম্ভাবনার স্বীকৃতি বনাম শঙ্কার ভবিষ্যৎ
আল্লামা শফিকে নিয়ে বিভ্রান্তিকর পোস্ট; শালিসে ক্ষমা প্রার্থনা
‘মুফতি ইজহার হেফাজতের কেউ নন, তার দাবি পাগলের প্রলাপ’

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ