আওয়ার ইসলাম: পশ্চিমা বিশ্বে ছুটিতে হলিডেতে যাওয়ার রেওয়াজ বেড়েছে। কোথায় বেড়াতে যাওয়া যায়, কোথায় ভালো হোটেল পাওয়া যাবে ইত্যাদি নিয়ে মানুষের চিন্তার শেষ নেই। কিন্তু মুসলিম পরিবারগুলো এইসব বিবেচনার পাশাপাশি এখন হলিডেতে তাদের ধর্মীয় প্রয়োজনকেও গুরুত্বের সাথে বিবেচনা করছে, একে বলা হচ্ছে হালাল হলিডে।
ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নির্বিঘ্নে ছুটি কাটানোর ব্যবস্থা করতে বিশ্বব্যাপী হালাল পর্যটন জনপ্রিয় হচ্ছে। তুরস্কেও এই ধরনের চল বেড়েছে।
তুরস্কের মোট ৬০টি হোটেল ও রিসোর্টে মুসলমান পর্যটকদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা আছে। এর মধ্যে আছে, নারী ও পুরুষদের জন্য আলাদা সুইমিংপুল ও সৈকতের ব্যবস্থা, প্রতিটি হোটেল রুমে আছে জায়নামাজ আর কুরআন মজিদ। আর আছে হালাল খাবার। এসব হোটেলে কোনো অ্যালকোহল পাওয়া যাবে না।
সেখানে নারীদের জন্য যে সুইমিংপুল আছে, সেখানে নারী নিরাপত্তাকর্মীরা কাজ করেন। স্পা’র জন্যও আছেন নারী কর্মী। ফোন আর ক্যামেরা জমা দেয়ার পরই অতিথিরা সেখানে প্রবেশ করতে পারেন।