আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন।
মাইদুলের আইনজীবী ভুলন ভৌমিক বলেন, ‘উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন মাইদুল। সেই জামিন আদেশ অনুসারে সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।’
প্রসঙ্গত, গত ২৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইফতেখার উদ্দিন আয়াজ আইসিটি আইনে হাঠহাজারী থানায় এ মামলা দায়ের করেন।
আরও পড়ুন: তাবলিগ বিষয়ে পরিপত্র স্থগিত করলো সরকার
আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন
-আরএম