রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

কওমি স্বীকৃতি; প্রধানমন্ত্রীসহ শীর্ষ আলেমদের ধন্যবাদ গওহরডাঙ্গা বোর্ডের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমিলের) সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্যে) সমমান প্রদান বিল ২০১৮ মহান জাতীয় সংসদে পাশ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, শিক্ষা মন্ত্রনালয় বিষয়ক স্থায়ি কমিটি সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার নেতৃবৃন্দ।

আজ সংগঠনের মজলিসে আমেলার বৈঠকে নেতৃবৃন্দ এ অভিনন্দন জানান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ও গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি রুহুল আমীন।

সভাপতির বক্তব্যে মুফতি রুহুল আমীন বলেন, আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস তাকমিলের সনদকে মাস্টার্স ডিগ্রি বিল ২০১৮ মহান জাতীয় সংসদে পাশ হওয়ায় দেশের আলেম-উলামা, পীর-মাশায়েখ, ছাত্র জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবং আকাবির আছলাফদের বহুদিনের দাবী পূরণ হয়েছে।

মুফতি রুহুল আমীন স্বীকৃতি আন্দোলনের অন্যতম রূপকার শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. খতিব উবায়দুল হক রহ. আল্লামা নুরুদ্দিন গওহরপুরী রহ. আল্লামা আব্দুল মান্নান কাশিয়ানী রহ. মুফতি ফজলুল হক আমিনী রহ সহ সকলের অবদানের কথা স্মরণ করেন।

সভায় বক্তাগণ বলেন, গওহরডাঙ্গা বেফাক প্রতিকূল অবস্থার সময় থেকে স্বীকৃতি চেয়ে আসছে। গওহরডাঙ্গা বেফাকের ছদর আল্লামা মুফতি রুহুল আমীন বিভিন্ন মহলের কটুকথা সমালোচনা উপেক্ষা করে স্বীকৃতির জন্য কাজ করেছেন।

বারবার হাটহাজারীতে আল্লামা শাহ আহমাদ শফির কাছে যেচে গিয়ে পরামর্শ করেছেন। মহান জাতীয় সংসদে সনদের স্বীকৃতি বিল পাশ হওয়া তার পরিশ্রমের ফসল। মজলিসে আমেলার সকল সদস্য একারনে মাননীয় প্রধানমন্ত্রী ও মুফতি রুহুল আমীনকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন আল্লামা মাহমূদুল হাসান

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা শামছুল হক, মুফতি নুরুল ইসলাম, মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা নুরুল হক, মাওলানা নাসিরুদ্দিন, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা আইয়ুব আলী, মাওলানা আব্দুল জব্বার আজমি, মুফতি মঈন, মুফতি মাকসুদুল হক প্রমুখ।

সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ৪ অক্টোবর বৃহস্পতিবার গোপালগঞ্জে গণ সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

‘স্বীকৃতি যেনো আমাদের লিল্লাহিয়্যত বিনষ্ট না করে’

 বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ