রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম
জাতীয় সংসদে কওমি মাদরাসা সনদের বিল পাস হওয়ায় সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সিনিয়র সহ সভাপতি ও হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী।
তিনি বলেন, কওমি মাদরাসার স্বীকৃতি পাস হওয়ায় প্রথমে আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে শুকরিয়া আদায় করছি, অামাদের বর্তমান সরকারের।
সংসদে কওমি স্বীকৃতি বিল পাস হওয়ায় আজ (২০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার আসরের নামাজের পর রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মুকাররম উত্তর গেট থেকে বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষা বোর্ড বেফাকের আয়োজিত শুকরিয়া মিছিলে তিনি এ কথা বলেন।
এসময় তিনি স্বীকৃতির যথাযথ মূল্যায়ন করার আহ্বান জানিয়ে বলেন, কওমি মাদরাসার এ স্বীকৃতির যথাযথ মূল্যায়ন আমরা করব। এমনভাবে মূল্যায়ন করব যেন কোনো ধরনের বাধা-বিপত্তির সম্মুখিন না হতে হয়। আল্লাহ তায়ালা অামাদের সকলকে এ স্বীকৃতির যথাযথ মূল্যায়ন করার তাফিক দান করুন।
এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার
শুকরিয়া মিছিলে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহা-পরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহউদ্দিন রাজু, মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুস যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আমিন, মাওলানা মাহফুজুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।
আরও পড়ুন:
সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে
কওমী স্বীকৃতিকে কীভাবে দেখছেন অভিভাবকরা?
প্রধানমন্ত্রীকে কওমি জনতার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন
কম খরচে কওমী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের বিস্তারিত তথ্য জানুন
আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন
আরএম/