রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

'ওলামায়ে কেরাম সরকারকে চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা সনদের বিল জাতীয় সংসদে পাস করায় মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর সহ-সভাপতি মুফতি ফয়জুল্লাহ।

বুধবার রাতে আওয়ার ইসলামের সঙ্গে মুঠোফোন আলাপে তিনি এ কথা জানিয়েছেন।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

তিনি বলেন, প্রথমেই আমি আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি; অালহামদুল্লিাহ! শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। কওমি স্বীকৃতি পাওয়ার পেছনে তার অবদান ও ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী,  জায়নুল আবেদীন, জেনারেল শামসুল হকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি। সকলের জন্য দোয়া করছি; জাজাকুমুল্লাহ!

তিনি আরো বলেন, এ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থী এ স্বীকৃতি অর্জনের জন্যে পরিশ্রম করেছেন।বিশেষ করে,মুফতি নুরুল আমিন , আল্লামা আব্দুল কুদ্দুস, আল্লামা আশরাফ আলীসহ সকল ওলামায়ে কেরামকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

মুফতি ফয়জুল্লাহ বলেন, আজ ঐতিহাসিক দিন। কওমি সনদের বিষয়টি আমাদের দাবি অনুযায়ী পূরণ করায়  এ দেশের ওলামায়ে কেরাম সরকারকে চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

উল্লেখ্য, বুধবার (১৯ সেপ্টেম্বর) ‘কওমি মাদরাসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল ২০১৮’ জাতীয় সংসদে পাস হয়।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

আরও পড়ুন: সংসদে পাস হওয়া কওমি মাদরাসা সনদের বিলে যা আছে

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ