আওয়ার ইসলাম: আমরা প্রায় সময় অনিদ্রায় ভুগি। অনেক চেষ্টা করেও রাতে ঘুমাতে পারি না। কিন্তু বুঝি না এমন কেন হয়। তাই ঘুমানোর আগে সব কাজ করা উচিত নয়। ঘুমের আগে কিছু কাজ ক্ষতি করতে পারে শরীরের।
আসুন জেনে নিন কোন কাজগুলো ঘুমের আগে করা উচিত না...
১। মিন্ট যুক্ত টুথপেস্ট ব্যবহার করবেন না, এটি ঘুমের জন্য ক্ষতিকর।
২। সিগারেট খাবেন না ঘুমের আগে।
৩। ঘুমানোর আগে বিছানায় শুয়ে মোবাইল ব্যবহার আর নয়। মোবাইলের নীল আলো চোখ ও ঘুমনের জন্য ক্ষতিকর।
৪। মশলাযুক্ত খাবার খাবেন না ঘুমের আগে। এর ফলে ঘুম ও হজমের বেশ ক্ষতি হয়।
৫। শোবার আগে ঠাণ্ডা পানি দিয়ে গোসল করবেন না। গরম পানি দিয়ে গোসলের অভ্যাস করুন।
৬। বিছানায় শুয়ে পড়ার অভ্যাস আমাদের মগজের জন্য ভালো হলেও ঘুমের জন্য ক্ষতিকর।
৭। চা কফি খাবেন না, ক্যাফেইন যুক্ত এসব পানীয় আমাদের ঘুমের জন্য ক্ষতিকর।
ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন
‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
আরএম