আওয়ার ইসলাম: রাস্তায় কুড়িয়ে পাওয়া বিদেশি ডলার (যা বাংলাদেশের প্রায় ২২ হাজার টাকা) তার মালিককে ফিরিয়ে দিয়েছে আলোচনায় এসেছে ১১ বছরের মাদরাসা পড়ুয়া বালক আশরাফ।
এ খবর সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এটি নিয়ে চলছে আলোচনা। সবার প্রশংসা পাচ্ছেন আশরাফ।
আশরাফ সিলেটের জামিয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট’-এর হিফয বিভাগের ছাত্র। রাস্তায় চলার সময় ডলারগুলো পেয়ে সরাসরি নিয়ে আসে তার শিক্ষকের কাছে। শিক্ষক তাকে ধন্যবাদ দেয় ও দোয়া করে।
ডালারগুলোর প্রকৃত মালিক খোঁজে পেতে মাদরাসা থেকে প্রচারপত্র প্রিন্ট করে রাস্তার মোড়ে, মসজিদের দেওয়ালে ও রেস্টুরেন্টে সাঁটানো হয়।
এরপর মাত্র ১২ঘণ্টার ভেতরে ডলালের মালিক উপযুক্ত প্রমাণসহ ডলারগুলো নিয়ে যায়।
আশরাফে’র গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। সে ২৫ পারা কুরআন মুখস্থ করেছে। ডলার ফেরত পেয়ে মালিক ছোট্ট আশরাফ ও মাদরাসার প্রশংসা করেছেন।
এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন