রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার শক্ত ঘাটি হবে কওমি শিক্ষাঙ্গন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি ওলামায়ে কিরামের দীর্ঘ দিনের প্রাণের দাবি কওমি সনদের সরকারি স্বীকৃতি। প্রধানমন্ত্রীর দেওয়া আশ্বাসের দেড় বছর পর ১৩ আগস্ট সোম বার কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস তথা তাকমিল ক্লাসকে মাস্টার্স ডিগ্রি সমমান প্রদান করে একটি আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রী পরিষদ।

অপেক্ষা এখন জাতীয় সংসদে উত্থাপন ও বিল পাশের। কওমি ওলামাদের প্রাণের দাবি বাস্তবতার দিকে এগিয়ে নেওয়ায় প্রধান মন্ত্রীসহ মন্ত্রীপরিষদের সকল সদস্যকে কৃতজ্ঞতার্থে অভিনন্দন জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষক কল্যাণ স্যোসাইটি’র সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুস সামাদ।

তিনি বলেন, আজকের এই অনুমোদন আইন আকারে বাস্তবতার দিকে এগিয়ে যাওয়ার বিশাল শক্তি হিসেবে কাজ করবে। কওমি অঙ্গন আজ আনন্দিত। এই অনুমোদনের ফলে কওমি মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালবাসার শক্ত ঘাটি হয়ে উঠবে কওমি শিক্ষাঙ্গন। ফলে দ্বীনের খেদমত আরও মজবুতভাবে আঞ্জাম দেওয়ার প্রেরণা হয়ে উঠবে কওমি মাদরাসাগুলো।

তিনি বলেন, মন্ত্রিসভার এই অনুমোদনের চূড়ান্ত বাস্তবতার স্বপ্ন দেখছেন স্যোসাইটির সভাপতি এবং মনে প্রাণে কামনাও করছেন তাই।

মন্ত্রিসভায় পাস হলো কওমি আইন, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান

সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ