আওয়ার ইসলাম: বার্সেলোনার অধিনায়ক হিসেবে অভিষেকেই রেকর্ড গড়লেন লিওনেল মেসি। সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে বার্সা।
রোববার রাতে স্প্যানিশ সুপার কাপ জয়ের মধ্য দিয়ে বার্সার হয়ে ৩৩টি শিরোপা জিতলেন লিওনেল মেসি। কাতালানদের হয়ে আর কোনো খেলোয়াড়ের এত শিরোপা অর্জনের ইতিহাস নেই।
গেল মৌসুম পর্যন্ত ৩২টি শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তা। সম্প্রতি বার্সা ছেড়ে জাপানি ক্লাব ভিসেল কোবেতে যোগ দিয়েছেন ইনিয়েস্তা।
এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ৯টি লা লিগা, ৬টি কোপা ডেল রে, ৮টি স্প্যানিশ সুপার কাপ, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ৩টি ইউরোপিয়ান সুপার ও ৩টি ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন ফুটবলের এ ম্যাজিশিয়ান।
স্প্যানিশ জায়ান্টদের হয়ে সর্বোচ্চ শিরোপাজয়ী খেলোয়াড়র হলেন মেসি (৩৩), ইনিয়েস্তা (৩২), পিকে (২৮), বুসকেটস ও জাভি (২৫)।
নিষেধাজ্ঞা শেষ; জাতীয় দলে কি ফের দেখা যাবে আশরাফুলকে?
-আরআর