ইসলাম প্রতিদিনে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মুফতী তাজুল ইসলাম জালালী। যে কোনো প্রশ্ন জানতে আমাদের ইমেইল ([email protected]) বা ফেসবুক ম্যাসেঞ্জারে (m.me/newsourislam) প্রশ্ন করুন।
আজকের প্রশ্ন: দোকান, ফ্ল্যাট, বা বাড়ির অ্যাডভান্সের টাকার ওপর কি কুরবানি ওয়াজিব হবে?
উত্তর: হ্যাঁ দোকান, ফ্ল্যাট বা বাড়ির অ্যাডভান্সের টাকা নেসাব পরিমাণ হলে তাতেও মালিকের ওপর কুরবানি ওয়াজিব হবে। অ্যাডভান্সের টাকার সাথে অন্য সম্পদ মিলিয়েও যদি নিসাব পরিমাণ হয় তাতেও কুরবানি ওয়াজিব হবে।
# ফতোয়ায়ে আলমগিরী : ৫/৩৩৬, রাদ্দুল মুহতার: ৯/৪৫৩, আল ইখতিয়ার:২/৫৩৯।
[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি। এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]
-আরআর