রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ; টিয়ারশেল ও ফাঁকা গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেলের পাশাপাশি জলকামান ও ফাঁকা গুলি ছুড়ে।

দুপুর ৩টার দিকে শাহবাগে এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিতে চাইলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ে।

শাহবাগ ও পাবলিক লাইব্রেরি এলাকায় এখনো থেমে থেমে বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।

এর আগে নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী একটি মিছিল বের করে। সেখানে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি রোকেয়া হল, ভিসি চত্বর, কলাভবন, বাণিজ্য অনুষদ প্রদক্ষিণ করে।

এদিকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও সকাল থেকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় পুলিশ তাদের দিকে টিয়ারশেল নিক্ষেপ করে। সঙ্গে শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ওপর হামলা করে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার সকাল ১০টার দিকেই আফতাব নগরে অবস্থান নেন ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীরা।

গেলো ২৯ জুলাই রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই আন্দোলনে নামে স্কুল শিক্ষার্থীরা। ৯ দফার এ আন্দোলন নবম দিনের মতো আন্দোলন চলছে।

bsofty.com

ছাত্রদের অান্দোলনে বিচলিত হওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ