রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু; তৃতীয় দিনেও চলছে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা তৃতীয় দিনের মত রাস্তা দখলে রেখেছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা।

সোমবারের পর মঙ্গলবার সকাল থেকেই তারা বিক্ষোভে নামে রাস্তায়। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় উভয় পাশে।

জানা যায়, রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা সকাল ১০টার র‌্যাডিসন হোটেলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এর পরপরই ফার্মগেইট বাবুল টাওয়ারের সামনে স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিলে যান চলাচল থমকে যায় বলে ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষে কর্তব্যরত কর্মকর্তা জানান।

গত রোববার জাবালে নূর পরিবহনের একটি বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। এতে দুজনের মৃত্যু হয়।

ঘটনার পর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেরিয়ে এসে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু করে। অনেক গাড়িতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় দিয়ার বাবা জাহাঙ্গীর আলম রোববার রাতে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। বেপরোয়া গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয় ওই মামলায়। পুলিশ বাসটির দুই চালক ও ২ হেলপারকে গ্রেফতার করে।

সামনের বাসকে আটকাতে গিয়েই শিক্ষার্থীকে চাপা

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ