এম ওমর ফারুক আজাদ> আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো নানুপুর জামিয়া ওবায়দিয়ার কৃতি শিক্ষার্থী পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সোমবার বাদ জোহর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবায়দিয়ার জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর জামিয়া ইসলামিয়া ওবায়দিয়ার প্রিন্সিপাল মাওলানা সালাহ উদ্দীন (পীর সাহেব নানুপুরী)।
শিক্ষা সচিব মাওলানা রফিক আহমদ এর সঞ্চালনায় এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুইনুদ্দীন, মাওলানা আনোয়ার হোসেন আজহারী, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা শিহাব উদ্দিন, সহকারী শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ লোকমান, প্রধান ক্বারী মাওলানা নূরুল আমিন, উচ্চতর ফতোয়া বিভাগীয় প্রধান মুফতি মুইনুদ্দীন, শায়খুল হাদিস মুফতি কুতুব উদ্দীন, মুফতি মুহাম্মাদ আলমগীর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রদের মাঝে জ্ঞাণের প্রতিযোগতায় এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ উপদেশমূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, আজ যারা পুরস্কার পাওনি এখন থেকে টার্গেট রাখতে হবে যারা পুরস্কৃত হচ্ছে তাদের যেনো তোমরা সামনের পরীক্ষায় পেছনে ফেলতে পারো।
অনুষ্ঠান শেষে বিগত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম হতে ১০ম স্থান অর্জনকারী ২২১ জন শিক্ষার্থীদের মাঝে নিজস্ব ফান্ড থেকে পুরুস্কার তোলে দেন মাওলানা সালাহ উদ্দীন (পীর সাহেব নানুপুরী)।
পুরস্কার হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই লক্ষ টাকার বই-কিতাবাদি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
উচ্চশিক্ষা ভাবনা; কোথায় পড়বেন উলুমুল হাদিস?
-আরআর