ইসমাঈল আযহার: মাদরাসায় অনেক সময় ছাত্ররা দেরি করে আসার কারণে খাবার বন্ধ করে দেয়া হয়। এটা শরিয়ত সম্মত কী না ।
প্রশ্ন: মাদ্রাসা খোলার তারিখে ছাত্র অনুপস্থিতির কারণে খাবার বন্ধ করা বৈধ হবে কী?
উত্তর:লিল্লাহ বোডিং হতে ছাত্রদের যে-সব খাবার ফ্রি দেয়া হয় তা অনুগ্রহ। অতএব ক্লাসে অনুপস্থিতির কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ যদি খাবার বন্ধ করে দেয়, তা বৈধ।
এটা আর্থিক জরিমানাও হবে না। সূত্র: নির্বাচিত ফতুয়ায়ে মাদানিয়া (২/৫৩) রদ্দুল মুখতার, ৬/১০৫।
ভিডিও গেমস খেলা শরিয়তের দৃষ্টিতে বৈধ কিনা?