রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


জগন্নাথ হলের ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মুত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের নবম তলা থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলেন- স্বপন (২৪) ও মাইদুল ইসলাম (২৬) । স্বপনের বাড়ি পাবনায় ও মাইদুলের বাড়ি রংপুরে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ঊর্ধ্ব সম্প্রসারণের কাজে ওই ভবনেই থাকতেন তারা। গত এক মাস ধরে তারা ওখানে রাজমিস্ত্রির কাজ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় জগন্নাথ হলের ভেতরে পুরাতন আটতলা সন্তুষ ভট্টাচার্য ভবনের উপরের নির্মিত দুই তলায় কাজ চলছিল।

শনিবার ৯ম তলার বাইরে মাচা বেঁধে দেয়াল আস্তরণের কাজ করছিলেন স্বপন ও মাইদুল। আচমকা সেই মাচা সরে গেলে দুজনেই ভবনের নিচে পড়ে যান।

তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?

আরএম-


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ