সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

মসজিদ আল নববী বা মসজিদে নববী হজরত মুহাম্মদ সা. কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ। এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত। হজরত মুহাম্মদ সা. হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদটি নির্মিত হয়।  পবিত্র হারামের পর মুসলিমদের জন্য দ্বিতীয় পবিত্র স্থান হল মসজিদে নববী। এ মসজিদের অদূরে রয়েছে আরো তিনটি ঐতিহাসিক মসজিদ। দর্শনার্থী এবং হজ পালনকারীরা অবশ্যই এই তিনটি মসজিদ পরিদর্শন করবেন।

১. মসজিদে গামামা বা মেঘের মসজিদ

Mosque of Al-Ghamama

বর্তমানে মসজিদে নববীর সবচেয়ে কাছের মসজিদগুলির মধ্যে মসজিদে গামামা অন্যতম। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম সীমানায় এই মসজিদটি অবস্থিত। এ মসজিদকে মোসাল্লাহও বলা হয়।  রাসুলুল্লাহ সা. প্রথম ঈদের সালাত ও শেষ জীবনের ঈদের সালাতগুলো মসজিদে গামামাহয় আদায় করেন। মসজিদে নববী থেকে বেরিয়ে এই জায়গায়ই অনাবৃষ্টির সময় রাসূলুল্লাহ সা. তাঁর সাহাবিদের নিয়ে নামাজ আদায় করেছেন। এখানে খুতবা দেয়ার সময় মেঘ আল্লাহর রাসূল সা. কে ছায়া দিত। মেঘের আরবি নাম ‘গামাম’। পরে এই স্থানে মসজিদ নির্মাণ করা হয়।

২. মসজিদে আবু বকর রা.

ziyarats

এটি মসজিদে গামামাহর উত্তরে অবস্থিত। হজরত আবু বকর রা. খলিফা থাকাকালে এ মসজিদে ঈদের সালাত পড়াতেন। তাই এটি মসজিদে আবু বকর রা. হিসেবে পরিচিতি লাভ করেছে।

৩. মসজিদে আলী রা. 

masjid ali madinah

মসজিদ আলী রা. যেখানে আলী ইবনে আবি তালিব রা.  তার খিলাফকালেেঈদের নামাজ আদায় করতেন।  মদিনার অন্যতম সুন্দর মসজিদ এটি।

উৎস: ইসলামিক ইনফরমেশন

আরও পড়ুন: লন্ডনে প্রথম মসজিদ নির্মাণকারী হাজী মোহাম্মদ ডোলি

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ