রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় পাঁচ সাংবাদিকসহ ১২ জন কোটা সংস্কার আন্দোলনকারী আহত হয়েছেন।

৮ জুলাই রোববার ক্যাম্পাসের শান্ত চত্ত্বরে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে ‘প্রগতিশীল ছাত্র জোটের’ ব্যানারে বিক্ষোভ চলাকালে ছাত্রলীগ এ হামলা চালায়।

ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রলীগ নেতা রিয়াজ, পরাগ ও নূর আলমের অনুসারীরা সাংবাদিক ও আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আহত পাঁচ সাংবাদিকর মধ্যে রয়েছেন- ডেইলি সানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কবির হোসাইন, দৈনিক ইত্তেফাকের আহসান জুবায়র, দৈনিক সমকালের আসলাম অর্ক, আমার সংবাদের লতিফুল ইসলাম এবং দৈনিক বণিক বার্তার সামি সরকার।

আহতদের মধ্যে সাংবাদিক আসলাম অর্ক চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আসলাম অর্ককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। অন্যদের ক্যাম্পাস মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এদিকে হামলার নিন্দা জানিয়ে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপাচার্য বরাবর লিখিত আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মাদ বলেন, ‘সাংবাদিকরে ওপর হামলা মত প্রকাশের স্বাধীনতার জন্য হুমকি।’ এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন : সংসদে নারী কোটার মেয়াদ বাড়লো ২৫ বছর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ