আওয়ার ইসলাম: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথমবারের মতো এমসিকিউ এর পরিবর্তে লিখিত পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার্থীদের অর্থ সাশ্রয় ও ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষার ধরনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
তিনি বলেন, ‘মেধা যাচাইয়ে এমসিকিউ পরীক্ষার বিষয়ে নানান কথাবার্তা আছে। তাই এ বছর থেকে আমরা সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ভর্তি উপ-কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই ঘণ্টায় ১০০ মার্কসের পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। তবে এটা প্রাথমিক একটা সিদ্ধান্ত। ভর্তি কমিটির সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
নতুন এ পদ্ধতিতে পরীক্ষার্থীদের ভোগান্তি ও অর্থ সাশ্রয় হবে জানিয়ে উপ-উপাচার্য বলেন, ‘এর আগে অনেকদিন ধরে অনেকগুলো ইউনিটে পরীক্ষা নেওয়া হতো।
পরীক্ষার্থীদের ভোগান্তি ও অর্থ সাশ্রয়ের বিষয়টি বিবেচনা করে এবার ইউনিট কমিয়ে ৪টি ইউনিটে দুই দিনে পরীক্ষা নেওয়া হবে।
প্রাথমিকভাবে আগামী ২২ ও ২৯ অক্টোবর তারিখে পরীক্ষার দিন ঠিক করা হয়েছে। তবে ২৯ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকায় ভর্তি কমিটির সভায় তারিখ পরীবর্তন করা হবে।’
রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি