মুহাম্মদ আসহাব উদ্দিন
সম্মিলিত কওমী শিক্ষা বোর্ড আল হাইআতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়ার ২য় পরীক্ষায় অবিষ্মরণীয় ফলাফল করেছে দেশের অন্যতম প্রধান দীনি মারকায, আযহারে বাঙ্গালখ্যাত আল-জামিয়া আল-ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলূম) পটিয়া।
৫ জুলাই হাইআতুল উলিয়ার ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেধা তালিকার শীর্ষ ৪০ জনের মধ্যে ২য়, ৩য় ও ৮ম তমসহ ১২জন জামিয়া পটিয়ার ছাত্র।
শীর্ষ মেধা তালিকায় জামিয়া পটিয়ার ছাত্রবৃন্দ
২য় তম মুহাম্মদ খুবাইব রাজি। ৩য় তম মুহাম্মদ আয়াতুল্লাহ। ৮ম তম হুযাইফা ১৫ তম মো: ইকরাম ১৬ তম মোহাম্মদ ইউছুফ ২৫ তম মু: আবু তাহের ২৯ তম মো: ওমর ফারুক মো: মুহিবুল্লাহ (যৌথ) ৩০ তম আব্দুছ ছবুর ৩২ তম নুরুল হাসান ৩৩ তম মোহা: মঈন উদ্দিন ৩৯ তম মো: আবু দরদা।
উল্লেখ্য, ১৪৩৯ হিজরী সনের পরীক্ষায় জামিয়া পটিয়া থেকে ৬১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। ছাত্রদের অবিষ্মরণীয় সাফল্যে আল্লাহর শুকর ও ছাত্রদেরকে ধন্যবাদ জানান জামিয়া কর্তৃপক্ষ।
ফলাফল প্রকাশের পর জামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলনা আবু তাহের নদভী বলেন, আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের মেনহতে ফলে এ সফলতা এসেছে। ইনশাআল্লাহ আগামীতেও সফলতার এ ধারা বজায় থাকবে।
মেধা তালিকায় ৩য় হওয়া লোহাগাড়ার কৃতি সন্তান মুহা. আয়াতুল্লাহ বলেন। প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাথে সাথে উসতায, পিতামাতা ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিশেষতঃ উসতায ও পিতামাতার অনেক মেহনত ও ত্যাগের বিনিময়ে এ সফলতা এসেছে। আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দিন।