আবদুল্লাহ তামিম: সম্মিলিত কওমি শিক্ষা বোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের ২য় কেন্দ্রীয় পরীক্ষার ফলাল ঘোষণা করা হয়েছে। এতে পাশের হার ৭৩.৩৪।
বৃস্পতিবার (৫ জুন) সকালে প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়। এতে বোর্ডের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১০.৩০ মিনিটে হাইআতুল উলয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাঈল বোর্ডের কো চেয়ারম্যান ও বেফাকের সিনিয়র সহসভাপতি আল্লামা আশরাফ আলীর হাতে ফলাফলে কাগজ তুলে দেন।
হাইয়াতুল উলইয়ার ওয়েব সাইটে রেজাল্ট পেতে অপেক্ষা করতে হবে আরো পাঁচ-ছয় ঘন্টা। হাইয়াতুল উলইয়ার নিজস্ব ওয়েব সাইট https://alhaiatululya.com।
এছাড়া মোবাইল ফোনে আপনি এখনই পাবেন আপনার স্থান ও মোট নম্বর। পেতে হলে মেসেজ অপশনে গিয়ে লিখুন HTR (স্পেস) দিয়ে রোল নম্বর লিখে Send (পাঠাতে) করতে হবে ৯৯৩৩ নম্বরে।
দাওরায়ে হাদিসের ফলাফল : কোন বোর্ডের পাসের হার কত?