সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী তামা-কাসা শিল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন: আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে ঢাকার ধামরাইয়ের দুই'শ বছরের ঐতিহ্যবাহী তামা-কাসা শিল্প। প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় হারিয়ে যেতে বসেছে এই শিল্প।

একসময় কাঁসা পেটানোর শব্দে দিনে-রাতে মুখর থাকতো ঢাকার ধামরাইয়ের রথখোলা, পাঠানতলা, যাত্রাবাড়িসহ অন্তত ২০টি মহল্লা। এসব এলাকায় তামা ও কাসার তৈরীর প্রায় ৩ শতাধিক কারখানা থাকলেও বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র পাঁচটিতে।

প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের পণ্যের দাম কম ও সহজলভ্য হওয়ায় এখন এসব পণ্যের ব্যবহার কমে গেছে। এর সাথে তামা কাসার তৈজসপত্র তৈরীতে ব্যবহৃত কাঁচামালের দামও বেড়ে যাওয়ায় এ পেশায় সংশ্লিষ্টতা কমে যাচ্ছে বলে জানান, এ শিল্পের সাথে জড়িতরা।

ঐতিহ্যবাহী এ শিল্পটিকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছেন, ধামরাই পৌরসভার মেয়র।

দেশে তামা-কাসার তৈরী তৈজসপত্রের চাহিদা কমে গেলেও দেশের বাইরে তামা-কাসার তৈরী বিভিন্ন মূর্তির চাহিদা প্রচুর। এটি বিদেশে রপ্তানীতে সরকারী পৃষ্ঠপোষকতার দাবি জানান এ শিল্পে সংশ্লিষ্টরা।

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ